ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার
প্রকাশ: ২০১৫-১২-১৯ ১৯:৩৩:০৭
স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শনিবার বিকেলে আশুগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০ দিনব্যাপী ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপির সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপির অভ্যাস হচ্ছে কথায় কথায় নালিশ করা। গত সিটি করপোরেশন নির্বাচনেও তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তাই তাদের এই নালিশের কোনো ভিত্তি নেই।’
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন, আব্দুল হান্নান রতন ও সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্লা প্রমুখ।
শেষে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মেলায় বিভিন্ন পণ্যের ৪০টি দোকান বসেছে।