
পুঁজিবাজারের তালিকাভুক্ত নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে ন্যূনতম ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার অনুরোধর জানিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। সোমবার অনুষ্ঠিত সভায় এ অনুরোধ করেন আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। একই সাথে আইন পরিপালন করে ব্যবসা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আইডিআরও সদস্য মো. দলিল উদ্দিন ও মইনুল ইসলাম, সাধারণ বীমা বিভাগের কর্মকর্তারা, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবীর হোসেনসহ সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর নন লাইফ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সাথে এটি ছিলো প্রথম সভা। সভাটি মূলত আয়োজন করা হয়েছে ব্যবসা কিভাবে বাড়ানো যায়, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য।
বৈঠকের বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন সানবিডিকে বলেন, বীমা কোম্পানিগুলোকে কমিশন ফি ও ম্যানেজমেন্ট ব্যয় বাবদ নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ খরচ করা যাবে না। এতে স্বাভাবিকভাবেই কোম্পানিগুলোর আয় বাড়বে এবং লভ্যাংশ দেয়ার সক্ষমতাও বাড়বে।
তিনি বলেন, এক সময় কোম্পানিগুলো ৬০ থেকে ৭০ শতাংশ কমিশন দিতো। এখন নতুন আইনের কারণে ১৫ শতাংশের বেশি কমিশন দিতে পারবে না। অন্যিদকে কোম্পানিগুলোকে ম্যানেজমেন্ট ব্যয় বাবদ খরচ কমাতে বলা হয়েছে। এতে কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যয় কমে যাবে এবং মুনাফা বাড়বে। আর মুনাফা বাড়লে স্বাভাবিকভাবেই কোম্পানিগুলো বিনিয়োগকারীদের লভ্যাংশ বেশি দিতে পারবে।
ড. এম মোশাররফ হোসেন আরও বলেন, বলেছি এই আয় যাতে কোম্পানির হিসেবে আসে। আসলে স্বাভাবিকভাবেই শেয়ার প্রতি আয় (ইপিএস) বাড়বে। সব বিবেচনা করে কোম্পানিগুলোকে ন্যূনতম ২০ শতাংশ হারে লভ্যাংশ দিতে পারে সেজন্য কোম্পানিগুলোকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা ১০ শতাংশের কম লভ্যাংশ দিচ্ছে। তাদেরকে অতিরিক্ত ব্যয় নির্ধারিত সীমায় নামিয়ে আনার মাধ্যমে বেশি হারে লভ্যাংশ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
জানতে চাইলে বিআইএর প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন সানবিডিকে বলেন, নতুন চেয়ারম্যান কোম্পানিগুলোকে আইন পরিপালন করে ব্যবসা করার জন্য নির্দেশ দিয়েছে। বিশেষ করে কোম্পানিগুলো যাতে নির্ধারিত সীমার বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় না করে সে বিষয়ে বলা হয়েছে। আমরাও চাই, বীমা খাতে সুশাসন ফিরে আসুক। বীমা কোম্পানিগুলো যাতে বিনিয়োগকারীদের বেশি হারে লভ্যাংশ দিতে পারে, সেভাবে ব্যবসা পরিচালনা করার কথা বলেছে আইডিআরএ। আমরাও চাইছি, কোম্পানিগুলো বেশি করে লভ্যাংশ দিক। তাছাড়া এখনো যেসব কোম্পানি পুঁজিবাজারে আসছে না, সেগুলোকে তালিকাভুক্তির জন্য প্রয়োজনে কঠোর হওয়ার কথাও বলেছি আমরা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News, ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ