প্রথম সিনেমাতেই নগ্ন হচ্ছেন প্রসেনজিতের স্ত্রী!!
প্রকাশ: ২০১৫-১২-১৯ ১৯:৫৯:৩৭

বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের স্ত্রী অর্পিতা চ্যাটার্জির। সিনেমায় একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাওয়া এ অভিনেত্রীকে চরিত্রের প্রয়োজনেই ক্যামেরার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়াতে হচ্ছে। খবর টাইসম অব ইন্ডিয়ার।
একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, স্ত্রীর এমন অভিনয়ে কিছুটা লজ্জাজনক অবস্থানে পড়েছেন প্রসেনজিৎ।
তবে এ ব্যাপারে অর্পিতার বক্তব্য, কোনো বাধা-নিষেধ ছাড়াই ক্যামেরার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়াচ্ছেন তিনি।
‘তুমি এলে তাই’ সিনেমায় অভিনয় দিয়ে ১৯৯৯ সালে টালিউডে যাত্রা শুরু করে অর্পিতা। তিনি স্বামী প্রসেনজিতের উদ্দেশে বলেন, ও একই পেশায় রয়েছে।
স্ক্রিপ্টটির চাহিদা ওকে বিষয়টি বুঝতে সহায়তা করবে। তা ছাড়া আমরা একে অন্যের কাজ নিয়ে কখনও মাথা ঘামাই না। এটি শুধুমাত্র একটি চরিত্রই যেখানে আমাকে টপলেস দেখানো হবে। তার মানে এই নয় যে বিষয়টি নোংরা কিছু।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













