ভবিষ্যতে কৃষিই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২০ ১৬:৪০:৩০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “অদূর ভবিষ্যতে কৃষিই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত। সেজন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে সকলে মিলে কাজ করতে হবে। আমরা কৃষি বিপ্লব সফল করবো। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা শুধু না, উদ্বৃত্ত সৃষ্টি করে সেটাকে আমরা বিদেশে রপ্তানি করবো। কৃষি খাতে শেখ হাসিনার উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে সফল করবো।”
মঙ্গলবার (২০ অক্টোবর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেছারাবাদ পিরোজপুর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার কৃষকের জন্য সকল প্রকার সহযোগিতা দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়া হচ্ছে, মর্টগেজ ছাড়া ঋণ দেয়া হচ্ছে এমনকি বর্গাচাষীদেরও ঋণ দেয়া হচ্ছে।”
বাংলাদেশ কৃষিনির্ভর দেশ উল্লেখ করে শ ম রেজাউল করিম আরো যোগ করেন, “কোভিড-১৯ এর সময় সারাবিশ্বে খাদ্যে মন্দা অবস্থা সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। অথচ এসময় বাংলাদেশে একজন মানুষও খাবারের অভাবে মারা যায়নি।

এর কারণ কৃষি উৎপাদন আমরা অব্যাহত রেখেছি। সে উৎপাদনের ধারাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা, এক ইঞ্চি জায়গা কোথাও পতিত থাকবে না। বাড়ির আঙ্গিনায় ফলের গাছ রোপণের জায়গা, মাঠে ধান লাগানোর জায়গা, সবজি ফলোনোর জায়গা-সব জায়গা আমরা কাজে লাগাবো।”
উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সানবিডি/নাজমুল/০৪:৪০/২০.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













