২৭ অক্টোবর ক্যাম্পে যোগ দিতে আসছেন তারিক কাজী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ২২:০৪:২৩

মহামারি করোনা পরিস্থিতির কারণে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ পিছিয়ে না গেলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েও যেতে পারতো ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি যুবক তারিক কাজীর। বাছাই পর্বের প্রাথমিক ক্যাম্পের জন্য কোচ জেমি যে ৩৬ জন ফুটবলার ডেকেছিলেন, সেখানে ছিলেন পরিত্যক্ত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলা তারিক।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য পূর্বের ৩৬ ফুটবলারকেই ডাকবেন জেমি ডে। স্বাভাবিকভাবেই আবার ঢাকায় ডাক পড়েছে তারিকের। ইতিমধ্যে তিনি ঢাকায় আসার দিনক্ষণ চূড়ান্তও করেছেন। ‘আমি ২৭ অক্টোবর সকালে ঢাকায় আসছি’-ফিনল্যান্ড থেকে তারিক নিশ্চিত করেছেন নিজের আগমনের কথা।
ফিনল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জার্সি গায়ে খেলেছেন তারিক কাজী। নিজ শহর টেম্পেরের ইলভেস ক্লাবের হয়ে দেশটির সর্বোচ্চ লিগেও খেলেছেন। ইউরোপের এমন একটি দেশের জাতীয় দলে খেলার হাতছানি যার সামনে, সেই তারিক রায়হান কাজীর স্বপ্ন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে তোলার।
সানবিডি/এনজে/১০:০৪/১০.১৯.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












