মিডিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন জাগো নিউজ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২১ ১২:৩৩:৩৭

ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
বুধবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গাজী টিভিকে ৩-০ গোলে হারিয়ে ডিআরইউ মিডিয়া কাপের এবারের চ্যাম্পিয়ন হলো জাগো নিউজ।
বেলা ১১টায় হওয়া ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ গাজী টিভির বিরুদ্ধে জয় পায় জাগো নিউজ। ফাইনাল ম্যাচটিতে দলের পক্ষে একাই তিন গোল অর্থাৎ হ্যাটট্রিক করেছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ও ফুটবল দলের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল।
ফাইনাল খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়ার সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সেক্রটারী ও আবু নাইম সোহাগ সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/১২:৩২/২১.২০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












