দূর্ঘটনা জনিত মৃত্যু দাবী বাবদ ২০ লাখ টাকার চেক হস্তান্তর
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২২ ০৮:০৬:৩৪

শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা মোঃ সাইফুল হক খান (এজিএম) এবং মোঃ মোস্তাফিজুর রহমান (সহঃ জুনিয়র অফিসার) এর দূর্ঘটনা জনিত মৃত্যু দাবী বাবদ ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় কোম্পানীর প্রধান কার্যালয় মতিঝিলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোঃ মুকুল হোসেনের নিকট চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়ারম্যান এবং ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার। এ সময় বিশেষ অতিথি হিসাবে কোম্পানীর পরিচালক এবং একরাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলীল সহ গ্রুপ বীমা বিভাগের এজিএম আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
সানবিডি/নাজমুল/০৪:৩৪/২১.২০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













