
জাতীয় দলের সিনিয়র খেলায়াড় উইকেটকিপার মুশফিকুর রহিম। বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে তামিম ইকবাল একাদশের বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইনজুরিতে পড়েন।।
চলমান প্রেসিডেন্টস কাপের তামিম একাদশে বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইয়াসির রাব্বির ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পান মুশি। ব্যথা বেশি হওয়ায় তখনই মাঠ ছেড়ে যান তিনি। তবে তার ইনজুরি কতোটা গুরুতর সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিসিবি'র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, আঘাতের স্থানে বরফ দেয়া হয়েছে। হাত ঝুলিয়ে রেখেছে। তবে গুরুতর কিনা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার পর জানা যাবে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।পরীক্ষার পর জানা যাবে পরীক্ষার পর জানা যাবে
সানবিডি/নাজমুল/০২:১৩/২২.১০.২০২০