নৌধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২২ ১৪:২৯:৩০


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদফতর; নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয়েছে। আরও আলোচনা শেষে আজকের মধ্যেই এর সমাধান হবে।

তিনি বৃহস্পতিবার (২২অক্টোবর) রাজধানীর সচিবালয়ে নিজ অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সানবিডি/নাজমুল/০২:২৯/২২.১০.২০২০