আমদানি বৃদ্ধি পাওয়ায় কমছে কাঁচামরিচের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২২ ১৪:১৬:৫৩

কয়েক সপ্তাহ ধরেই ১৫০ উপরে ছিলো কাঁচামরিচের দাম।তবে এখন কমতে শুরু করেছে। ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানীকৃত কাঁচামরিচের দাম এখন ১০০ টাকার কাছাকাছি চলে এসেছে। এমনকি একদিনের ব্যবধানে গতকাল আমদানীকৃত কাঁচামরিচের প্রতি কেজিতে দাম কমেছে ৩০ টাকা পর্যন্ত। মূলত বন্দর দিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ কাঁচামরিচ আমদানি হওয়ায় বাজারে চাহিদা ও সরবরাহে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। এ কারণে দাম আগের তুলনায় কমতে শুরু করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে,বৃহস্পতিবার প্রতি কেজি আমদানীকৃত কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়। একদিন আগেও তা ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একদিনের ব্যবধানে আমদানি করা এসব কাঁচামরিচ পাইকারি বিক্রিতে দাম কমেছে ৩০ টাকার মতো।
সানবিডি/এনজে/২:১৬/১০.২২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













