সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল ব্যবহারকারীদের আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন চলমান উন্নয়ন বিভিন্ন প্রকল্পের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। এ ছাড়া বিআরটিএ’র ২০১৪-১৫ অর্থবছরে খাতওয়ারি রাজস্ব আদায় ও ২০১৫-২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়। এ্কইসঙ্গে রাজস্ব আদায় পদ্ধতি ও রাজস্ব বৃদ্ধির ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সানবিডি/ঢাকা/রাআ