বাংলাদেশ সফরে আসছেন বঙ্গবন্ধুর নাতনি

প্রকাশ: ২০১৫-১২-২০ ১৪:২০:২৫


টিউলিপ.Tiulipব্রিটেনের লেবার পার্টি এমপি, বঙ্গবন্ধুর নাতনি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী মঙ্গলবার এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে আসবেন।

ব্রিটেন থেকে দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন টিউলিপ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করে বলেন, টিউলিপ সিদ্দিকী লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে এখানে কিছু সময় যাত্রা বিরতি করবেন। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা তার সাথে দেখা করার কথা রয়েছে। তবে আজ সন্ধ্যার পরই বিষয়টি চূড়ান্ত হবে। এক সপ্তাহ দেশে কাটিয়ে আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাজ্য ফিরবেন তিনি।

সানবিডি/ঢাকা/জেএইচ/এসএস