বরিশালের আগৈলঝাড়ায় শুকুরের পালে হামলা করে ৪ রাখালকে আহত করেছে দূর্বৃত্তরা। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও অটোভ্যান রেখে পালিয়েছে দূর্বৃত্তরা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও অটোভ্যান জব্দ করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, যশোর জেলার অভয়নগর থানার একতারপুর খেকে শুকরের পাল নিয়ে রাখাল হারাধণ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, রামপ্রসাদ ও সুব্রত মন্ডল আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামে দু’দিন পূর্বে আসে।
শনিবার রাতে শুকর লুট করার জন্য রাজিহার গ্রামের বিভাস পোদ্দার ও মহেন্দ্র মৌয়ালীর নেতৃত্বে ৮-১০জনের একটি দল শুকরের পালে হামলা চালায়। হামলায় হাধারণ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, রামপ্রসাদ ও সুব্রত মন্ডল আহত হয়।
এসময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসীর ধাওয়া করলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান রেখে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে রাতেই এসআই শাহজালাল ঘটনাস্থল গিয়ে মোটরসাইকেল ও অটোভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। এঘটনায় রাখালদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস