নেপালের বিপক্ষে জয়ে ফিরতে চায় ফুটবল দল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২২ ২১:৩০:১৬

আর্ন্তজাতিক ফুটবলে নেপালের বিপক্ষে জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সর্বশেষ দুইবারের সাক্ষাতে লাল-সবুজ জার্সিধারীদের রয়েছে তেঁতো স্বাদ। দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। একটি নিরপেক্ষ ভেন্যুতে, অন্যটি ঘরের মাঠে।
এস গেমসে অনূর্ধ্ব-২৩ দলের লড়াই ধরলে টানা হার তিনটি। এই হারগুলো ভুলে হিমালয়ের দেশটির বিপক্ষে জয়ের ফেরার প্রত্যয় নিয়েই শুক্রবার প্রস্তুতি শুরু করবে জেমি ডে’র শিষ্যরা।
এক সময় বাংলাদেশের ফুটবলাররা নেপালের জালে গুনে গুনে গোল দিতো । কিন্তু দিন বদলেছে নেপালিদের। এখন তারা কেবল বাংলাদেশই নয়, ভারতকেও চোখ রাঙায়। লাল জার্সিধারীদের বলে-কয়ে হারানোর দিন শেষ। এখন মাঠে এ অঞ্চলের শক্তিশালী ফুটবল দল নেপাল।
মহামারি করোনাভাইরাসের কারণে অনেকদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ফুটবল দল। নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ ও ১৭ নভেম্বর। এর আগে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত ২৩ জানুয়ারি ঢাকায় বুরুন্ডির বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপে।
সানবিডি/এনজে/৯:২৬/১০.২২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












