প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দীপু মারা গেছে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৩ ১৪:৫৯:১০

সুখ্যাতিমান প্রযোজক-চিত্রপরিচালক শরীফ উদ্দিন খান দীপু মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
প্রয়াত নির্মাতার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরে মসজিদে শরীফ উদ্দিন খান দীপু জানাজা শেষে তাকে ধানমন্ডির একটি কবরস্থানে দাফন করা হবে।
সানবিডি/নাজমুল/:০২:৫৮/২৩.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













