করোনায় মন্দা চলছে ভারতের চা খাতে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১০:৩৪:১৬


বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদকারী ও রফতানিকারক দেশ ভারত।তবে চলমান মহামারি করোনা পরিস্থিতিতে  কিছুটা মন্দা সময় পার করছে দেশটির চা খাত। উৎপাদন ও দাম সবদিক থেকেই গত বছরের তুলনায় দেশটির চায়ের বাজার এখন খারাপ যাচ্ছে। দেশটির চা বোর্ডের সাম্প্রতিক প্রতিবেদনে গত জুলাই মাস পর্যন্ত চা উৎপাদন ও রফতানির তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টন। যেখানে গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ১৪ কোটি ১২ লাখ ৬০ হাজার টন। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটির রফতানি কমেছে ১৮ দশমিক ৪০ শতাংশ। খবর বিজনেস লাইন।

এই খাতসংশ্লিষ্টরা বলছেন, গত জুলাই পর্যন্ত ভারত থেকে পানীয় পণ্যটির রফতানি উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়ার অন্যতম কারণ হলো মহামারীর ধাক্কা। মূলত বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনার প্রসার ঠেকাতে বছরের দীর্ঘ সময় ধরে লকডাউন জারি ছিল। ফলে এ সময়ে চায়ের উৎপাদনও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা, নিলামের আয়োজন করতে না পারা, জাহাজীকরণ, বিতরণ ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসহ খাতসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অনিশ্চয়তা থাকায় রফতানিকারকরা বিনিয়োগে অনাগ্রহী ছিলেন। যে কারণে ভারতের চা রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।

সানবিডি/এনজে/১০:৩৪/১০.২৪.২০২০