জামাল ভূঁইয়াকে নেয়ার পরিকল্পনা কলকাতা মোহামেডানের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১২:০৯:২৬

২০১৯ সালে বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলার পর থেকেই আলোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখনই শোনা গিয়েছিল যে ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে খেলার প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু পরে আর কোনও অগ্রগতি হয়নি। এবার আবারও জামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।
তবে এবারের আলোচনার ভালো ভিত্তি আছে। ভারতের আই লিগে ফিরে আসা ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান আগামী মৌসুমে খেলার জন্য প্রস্তাব দিয়েছে জামাল ভূঁইয়াকে।
দীর্ঘ কয়েক বছর পর আই লিগে ফিরেছে কলকাতা মোহামেডান। তারা এবার ভালো দল গড়তে যাচ্ছে। সে জন্যই তারা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে নেওয়ার কথা ভাবছে।
সানবিডি/এনজে/১২:১০/১০.২৪.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












