প্রথম দিনে শুধু ফিজিক্যাল ট্রেনিং

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-২৪ ১৯:১৪:১৬


বাংলাদেশ ফুটবল দল নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থানীয় দুই কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সারের নেতৃত্বে অনুশীলন শুরু করেছেন আশরাফুল রানারা।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক প্রীতি দুটি।

দলের প্রধান কোচ জেমিডে এবং বাকি ফুটবলাররা যোগ দেয়ার পরই পূর্ণতা পাবে জাতীয় দলের ক্যাম্প। পুরোদমে অনুশীলন শুরু হবে তারপরই। এর আগে স্থানীয় দুই কোচ খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করবেন।

অনেক দিন খেলার বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেস ফিরিয়ে আনাই কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিনে ১৫ ফুটবলার নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করিয়েছেন স্থানীয় কোচরা।

সানবিডি/নাজমুল/৭:১৩/২৪.১০.২০২০