বিপিএলের নতুন বিস্ময় আবু হায়দার রনির দিকে চোখ আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নীতি নির্ধারকদের। প্রধান নির্বাচক ফারুক আহমেদ রবিবার বলেন, ‘রনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো করেছিল। সেখানে তার বেশ কয়েকটি ভালো পারফর্মেন্স রয়েছে। আমরা তার দিকে ইতোমধ্যে চোখ রেখেছি। আর বিপিএলে সে ছিলো দুর্দান্ত। তার পারফরম্যান্সের ধারাবাহিকতায় আমি মুগ্ধ।’
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন আবু হায়দার রনি। কুমিল্লার হয়ে ১২ ম্যাচ খেলে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (২১) তিনি।
রনিকে দ্রুত দলে নেয়া হতে পারে এমন ইঙ্গিত দিয়ে ফারুক বলেন, ‘সে বাজে পরিস্থিতিতেও বল করে সফলতা পেয়েছে। তার ভেতর ও বাইরের কার্টারগুলোও ছিল অসাধারণ। সামনে আমাদের একটি ক্যাম্প রয়েছে, সেখানে আমরা রনিকে সময় দিতে চাই।’
সৌম্য, লিটন, মুশফিকরা তেমন আলো ছড়াতে না পারলেও তাদের প্রতি সবাইকে সমর্থন জুগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ