আইপিএলে অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১১:২৬:১১


কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি আইপিএল এর জন্য এরেকটি উদাহরণ। যেখানে মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও ১২ রানে জিতে গেছে পাঞ্জাব। এ জয়ে প্লে-অফে আসার স্বপ্ন দেখিয়েছে প্রীতি জিনতার দল।

অথচ পাঞ্জাবের করা ১২৬ রানের জবাবে একপর্যায়ে মাত্র ৩ উইকেট হারিয়েই ১০০ রান করে ফেলেছিল হায়দরাবাদ। তাদের জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মরণ কামড় বসায় পাঞ্জাব। অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখিয়ে মাত্র ১১৪ রানেই তারা অলআউট করে দিয়েছে হায়দরাবাদকে।

হাঠৎ করে ঝড় ইনিংসে শেষের ৭ উইকেট মাত্র ১৪ রানে হারিয়েছে হায়দরাবাদ। আরও নির্দিষ্ট করে বললে মাত্র ৪ রান করতেই নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। অবশেষে  অবিশ্বাস্য এক  জয় নিয়ে ফিরলেন পাঞ্জাব।

সানবিডি/নাজমুল/১১:২৬/২৫.১০.২০২০