ভোটের মাধ্যমে জনগণ প্রতিক্রিয়া দেখাবে
প্রকাশ: ২০১৫-১২-২০ ১৯:২১:৪১
আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘৩০ডিসেম্বর পৌর নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ প্রতিক্রিয়া দেখাবে।’ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘সরকারের চাওয়া পাওয়া ইচ্ছা পূরণ নির্বাচন কমিশন কাজ করছে। ৩০ডিসেম্বর জান লড়িয়ে ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করবে।’
নির্বাচনের শুভ লক্ষণ দেখা যাচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, ‘ নির্বাচনের প্রাক্কালে ধারাবাহিকভাবে সন্ত্রাসের পরিকাঠামো নির্মাণ করা হয়েছে।’ নির্বাচন থেকে বিরত থাকতে কুষ্ঠিয়ায় বিএনপির প্রার্থীকে প্রশাসন থেকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘ঝিনাইদহ, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলা হয়রানি অব্যাহত রয়েছে । পাশাপাশি বিরোধী নেতাদের গ্রেফতার করা হচ্ছে।’ এসবের তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস