
চলমান মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তা জনগণের জন্য নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এ মহামারি মোকাবেলার জন্য টিকা নিতে বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০ কোটি ডলার চেয়েছে সরকার। এই অর্থ টিকা আমদানি বা ক্রয়, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজে ব্যবহার করা হবে। বাংলাদেশ যেন টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তা কিনতে পারে, সে জন্য বিশ্বব্যাংককে দ্রুত অর্থ ছাড়ের অনুরোধও করা হয়েছে।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বিশ্বব্যাংককে টিকা ক্রয়ে জনসংখ্যাধিক্যের ভিত্তিতে বাংলাদেশের জন্য দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান জানান অর্থমন্ত্রী।
এই ভার্চ্যুয়াল সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন অর্থসচিব আবদুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (আইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। অন্যদিকে বিশ্বব্যাংক প্রতিনিধিদলে বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন অংশ নেন।
সানবিডি/এনজে/৩:২৭/১০.২৫.২০২০