বেগমগঞ্জের নারকীয় ঘটনায় আমি লজ্জিত: কাদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৬:২৪:১৬


সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভয়াবহ ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগমগঞ্জের নারকীয় ঘটনায় আমি লজ্জিত। অপরাধীরা আওয়ামী লীগের হলেও সে পার পাবে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।

সানবিডি/এনজে/৪:২৩/১০.২৫.২০২০