২০২১ সালেও স্বর্ণের বাজার চাঙ্গা রাখবে বিনিয়োগকারীরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৬ ১৪:২০:১৫


চীন থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের ধাক্কা বিভিন্ন রকমের পণ্যবাজারে বেশ প্রভাব ফেলেছে।এর ফলে জ্বালানি তেলের দাম হু হু করে কমেছে। তবে এর বিপরীতে বেড়েছে স্বর্ণের দাম। এ সময়ে স্বর্ণের চাহিদাও বেড়েছে। তবে সেটি ব্যবহারিক পর্যায়ে নয়। বরং বিনিয়োগের জন্য স্বর্ণের চাহিদা বেড়েছে। যে ধারা আগামী বছরও অব্যাহত থাকবে। ফলে আগামী বছরও স্বর্ণের বাজার চাঙ্গা রাখার ক্ষেত্রে প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে বিনিয়োগকারীরাই। বিশ্বব্যাপী বাজার ও অবকাঠামোগত তথ্য প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকনের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। খবর রয়টার্স।

এ বিষয়ে বাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটির রেফিনিটিভ মেটাল রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে জুয়েলারি খাত ও কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা করোনা-পূববর্তী সময়ের তুলনায় বেশ কম থাকবে। যদিও বিনিয়োগকারীদের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ মজুদের কারণে স্বর্ণের বাজার এ সময়ও বেশ চাঙ্গা থাকবে।

যেকোনো অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্দার সময় মূলত সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। আর এ কারণেই চলতি বছরে করোনা মহামারীর পর থেকেই বিনিয়োগকারীরা স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকতে শুরু করে। এতে করে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এমনকি গত আগস্টে দাম আউন্সপ্রতি ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত উঠে যায়। মূলত এ সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ শুরু হয়। কারণ এসব দেশের বিনিয়োগকারীরা মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ দাম পেতে মজুদে জোর দিতে থাকে।

সানবিডি/এনজে/২:১৯/১০.২৫.২০২০