“নির্বাচন নিরপেক্ষ হলে আ.লীগের অবস্থা কঠিন হবে”
আপডেট: ২০১৫-১২-২০ ২১:৪৬:৩৩
পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ক্ষমাতাসীন দল আওয়ামী লীগের অবস্থা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। রবিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টিই একমাত্র বাংলাদেশের মানুষের শান্তি ও উন্নয়নের আস্থার প্রতীক। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করা সরকারের একটি দূরভিসন্ধি ও পুনরায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা। এই পৌর নির্বাচন নিরপেক্ষ হলে আওয়ামী লীগের অবস্থা কঠিন হবে। তাই তারা জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের নানা ভাবে হয়রানি করছে, অনেক ক্ষেত্রে জোর করে প্রার্থীদের বসিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতায় থাকার জন্য যা যা করার তাই করছে ক্ষমতাসীন দল। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস এবং একটি নির্বাচনমুখী দল তাই সকল বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।
জেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মোঃ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এরশাদ আরও বলেন, দেশে আজ আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সাধারণ মানুষতো দূরের কথা পুলিশেরও নিরাপত্তা নাই। এরশাদ তাঁর সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমার শাসনামলে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে কোনো হস্তক্ষেপ করা হয়নি। কিন্তু আজকে বিপরীত চিত্র। এ সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই। জাতীয় পার্টির সময়ে দেশের উন্নয়ন হয়েছে। দুর্নীতি হয়নি। এখন দেশের মানুষ শান্তিতে নাই। মানুষ মুক্তি চায়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট মোঃ তারেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জেলা মহিলা পার্টির সভানেত্রী খোরশেদ আরা হক এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কবির আহমদ সওদাগর, মফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মেহেরুজ্জামান, মোশাররফ হোসেন দুলাল, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন, জাতীয় পার্টির নেতা ডাঃ শফিক আহমদ বিকম, কামাল উদ্দিন কামাল, সরওয়ার আলম, এডভোকেট ওমর আলী প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে স্বর্তস্ফুর্ত অংশগ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/রাআ