ইসলামবিদ্বেষের প্রতিবাদ, পগবার অবসর অস্বীকার!

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ১১:১৮:১২


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ছেড়ে দিলেন তারকা খেলোয়াড় পল পগবা। সারা বিশ্বের মেইনস্ট্রিম মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া সরগরম পল পগবার ফ্রান্স জাতীয় ফুটবল দল থেকে অবসরের এমন খবরে।

ব্রিটিশ মিডিয়া দ্য সান মধ্যপ্রাচ্যের কিছু সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। পরে অনেক মেইনস্ট্রিম মিডিয়াও পগবার অবসরের খবর প্রকাশ করে।

কিন্তু সোমবার পরই এলো ভিন্ন খবর। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ওই খবরকে পুরোপুরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন পগবা। খবর বিবিসির।

সানবিডি/নাজমুল/১১:১৮/২৭.১০.২০২০