সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বঙ্গবন্ধুর নাতনি, শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী। তার সঙ্গে শেখ রেহানাও আছেন। সিলেটে এক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে এর পর ঢাকা রওনা দেয়ার কথা রয়েছে তাদের।
সোমবার সকাল ১০টার দিকে তারা সিলেটে পৌঁছান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
শফিকুর রহমান জানান, এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে আসেন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী।
তিনি জানান, যেহেতু তারা সিলেটে অল্প সময় অবস্থান করবেন তাই তাদের সঙ্গে কোনো মতবিনিময় বা সংবর্ধনা পর্ব রাখা হয়নি। যাত্রাবিরতিকালে তাদের সঙ্গে শুধু সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী নির্বাচনে জয়লাভের পরই সিলেট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তা এবং শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় পরিবারের সঙ্গে টিউলিপ পুরো সময় কাটাবেন বলে জানা গেছে।
সানিবডি/ঢাকা/এসএস