ব্যাংকের সঙ্গে মোবাইলে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৭ ১৮:৫৪:৫২


দেশের চারটি ব্যাংকের সঙ্গে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে   মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেন হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালু করার বিষয়ে নিষেধ করে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন,মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মধ্যে যোগসূত্র ঘটানোর চেষ্টা এখনও সফল হয়নি। এর কারণ হিসেবে তারা বলছেন, কারিগরি কাজ শেষ করা যায়নি।  কিছু জায়গায় এখনও ত্রুটি রয়েছে। যে কারণে  মঙ্গলবার থেকেই এই সুবিধা পাওয়ার কথা থাকলেও গ্রাহকেরা তা পাচ্ছেন না।

তবে দ্রুত সময়ের মধ্যেই এই সেবা চালু করা যাবে বলে আশা করছেন তারা।

সানবিডি/এনজে/৬:৫৪/১০.২৭.২০২০