জানুয়ারিতে বারভিডা কার এক্সপো-২০১৬

প্রকাশ: ২০১৫-১২-২১ ১৪:৫৭:৩৪


Barvidaজাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী `বারভিডা কার এক্সপো-২০১৬` শুরু হবে আগামী ২২ জানুয়ারী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ প্রর্দশনী অনুষ্ঠিত হবে।

এর আয়োজক বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্ অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

বারভিডার কাযার্লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ শরীফ জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্ সর্বাধুনিক প্রযুক্তির জাপানি গাড়ির প্রযুক্তি সম্পর্কে নিশ্চিত করা।

প্রদর্শনীতে থাকবে বিভিন্ন ব্যাংক, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন সিএনজি কনভারশন সেন্টার, তেল, টায়ার কোম্পানি ও ব্যাটারি কোম্পানি প্রদর্শনীতে স্থান পাবে।

প্রদর্শনীতে শতাধিক ষ্টল থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ২০টাকার টিকেটের মাধ্যমে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসএস