বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটতে গিয়ে উপর থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের হরিপদ সরকারের ছেলে কার্তিক সরকার (২৬) পার্শ্ববর্তী আবুল মোল্লার বাড়ি গাছ কাটতে যায়।
সোমবার দুপুরে অসাবধানতাবশত: গাছের উপর থেকে পরে কার্তিক গুরুতর আহত হয়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কার্তিককে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কার্তিকের মৃত্যুতে ওই পরিবারটির ভবিষ্যৎ নিয়ে সবাই শঙ্কা প্রকাশ করছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস