জেলার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে নাইট স্টার নামে একটি যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই একটি ট্রাক পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে উপজেলার চিনাখড়া এলাকায় ট্রাকটিকে অতিক্রম করার সময় ওই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।
এছাড়াও এ ঘটনায় আরো ২৫ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস