বাংলাদেশকে উপহার পাঠালেন তুরস্কের প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৫:০৫:৫০

The President of Turkey sent a gift to Bangladesh
করোনা মহামারী (কোভিট-১৯) পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান করোনা মোকাবেলায় উপহার হিসেবে চিকিৎসাসামগ্রী পাঠিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো করোনা চিকিৎসার উপহারসামগ্রী হস্তান্তর করেন ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার তার কার্যালয়ে এ সামগ্রী গ্রহণ করেন।
তুরস্কের পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন নাইন্টিফাইভ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনাসামগ্রী দেয়া হয় বাংলাদেশকে।
সানবিডি/নাজমুল/০৩:০৫/২৮.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












