খালেদা জিয়ার মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩১ ডিসেম্বর
প্রকাশ: ২০১৫-১২-২১ ১৭:৪২:৫৮
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
ঢাকার বকশীবাজার এলাকার উমেশ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে আজ সকাল পৌনে ১১ টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই দুর্নীতি মামলার চার সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং নতুন এক সাক্ষীর সম্পূর্ণ ও মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর পরবর্তী তারিখ ধার্য করে আদেশ দেয় আদালত।
পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে অনুপস্থিতির জন্য দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে আবেদন জানান তার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদা জিয়ার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আদেশ দেয়।
আজ মামলার ২৭ থেকে ৩০তম সাক্ষী (জব্দ তালিকার সাক্ষী) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম আব্দুল গফুর, এজিএম মো. হারুন অর রশীদ, মিরপুর শিল্প এলাকা শাখার ব্যবস্থাপক হারুন অর রশীদ ফকির ও জিএম আমিন উদ্দিন আহমেদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করেন সিনিয়র এডভোকেট আব্দুর রেজ্জাক খান। অন্য আসামিদের পক্ষে জেরা করেন এডভোকেট টি এম আকবর ও এডভোকেট আমিনুল ইসলাম।এরপর ৩১তম সাক্ষী মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সাবেক সিনিয়র ম্যানেজার কাজী রশিদউজ্জামানের পুরো এবং ৩২তম সাক্ষী মামলার আইও দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়।
দুদকের পক্ষে আইনজীবী এডভোকেট মোশাররফ হোসেন কাজল জানান, পরবর্তী ধার্য তারিখে অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস