সিরিয়া নিয়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া
প্রকাশ: ২০১৫-১০-০১ ১২:৩১:২২
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যত শিগগির সম্ভব আলোচনা হবে। সেটা আজও হতে পারে।
রাশিয়া গতকাল বুধবার সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থানে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থানে আগে থেকেই বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, তাঁদের বিমান অন্তত ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু আইএস নয়, তাদের মিত্র বাশারের অন্য প্রতিপক্ষ।
সিরিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে বিপরীতমুখী। সিরীয় প্রেসিডেন্ট বাশারের বড় সমর্থক রাশিয়া। অন্য দিকে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো ঘোর বাশারবিরোধী। সম্প্রতি বাশারের বিষয়ে ইউরোপীয়রা সমঝোতার প্রয়োজনে তাদের নীতি নমনীয় করার ইঙ্গিত দিয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ