প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমতি পেল বেসরকারি বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৯:১৫:৫৭

বিশেষ বিবেচনায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিচ্ছে সরকার। তবে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষা নেয়ার জন্যই এই অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
তিনি জানান, গতকাল মঙ্গলবার ইউজিসির সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে এ অনুমতি দেয়া হয়। শিক্ষার্থীদের বিপদ থেকে মুক্তি দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













