নিষেধাজ্ঞামুক্ত হলেন সাকিব; ভক্তদের স্বস্থি

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-২৯ ১৫:৫৮:০৫


একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন খবরের কাগজে চোখের সামনে ভেসে আসলো “ফিক্সিংজনিত ইস্যুতে নিষিদ্ধ হতে চলেছেন সাকিব আল হাসান”। তখন মনে হয়েছিল মাথার উপর পাহাড় সমান বোঝা এসে পড়লো। অবশেষে সাকিব ভক্তরা প্রাণখুলে দীর্ঘশ্বাস ফেললেন। এই একটি বছর ভক্তদের হাজার বছর সমান মনে হয়েছে। অশেষে স্বস্থি নেমে এসছে ভক্তিদের মাঝে।

গত বছরের ২৮ অক্টোবর পেরিয়ে, ২৯ অক্টোবরের প্রথম প্রহর; মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির সাকিব, সঙ্গে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও। তবে এর আগেই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

তবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে তাদের তদন্ত কাজে যথাযথ সহযোগিতা করায় এক বছর স্থগিত করা হয় সাকিবের শাস্তি, ফলে বাকি এক বছর মাঠের বাইরে কাটাতে হয় তাকে। যা শেষ হলো ২০২০ সালের ২৮ অক্টোবর পেরিয়ে ২৯ অক্টোবর আসতেই।

অর্থাৎ এক বছরের শাস্তি ভোগ করে এখন সবধরনের ক্রিকেট খেলার জন্য মুক্ত বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আবার তিনি ২৯ অক্টোবর ২০১৯ তারিখের আগের মতো করেই মিশতে পারেন সবার সঙ্গে, খেলতে পারবেন যেকোনো ধরনের ক্রিকেট।

 

সানবিডি/নাজমুল/১০:৫৪/২৯.১০.২০২০