টস বিতর্কের জের ধরে বর্তমান বিসিবি সভাপতি, সাবেক সভাপতি এবং বেশ কয়েকজন বোর্ড পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিপদ এবং বিব্রতকর অবস্থার মধ্যে আছেন সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক ও বিপিএলের ম্যাচ রেফারি রকিবুল হাসান। তার বিরুদ্ধে তদন্ত করছে বিসিবির শৃঙ্খলা কমিটি। এ কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী বোর্ড সভায় রকিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিসিবি।
এ ব্যাপারে রকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ ভুল তো মানুষই করে। কী বলতে কী বলে ফেলেছি। আসলে কাউকে আক্রমণ করে কিছু বলতে চাইনি আমি।’
গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর লড়াইয়ে ম্যাচ রেফারি ছিলেন রকিবুল হাসান। টসে জিতে প্রথম ফিল্ডিং নেয় ঢাকা। তখন টস নিয়ে সেময় কোন কথা না উঠলেও বেসরকারি টিভি চ্যানেল ৭১ একটি প্রতিবেদন প্র্রচার করে। যেখানে সন্দেহ করা হয় টসের ফল নিয়ে। প্রতিবেদনে বলা হয়, রকিবুল হাসান কৌশলে মুদ্রা আড়াল করে একটি দলকে টসে জিতিয়ে দিয়েছেন।
পরে এ নিয়ে আরো একটি প্রতিবেদন তৈরি করে চ্যানেলটি। যেখানে কথা বলেন রকিবুল হাসান এবং সেখানে ক্ষুব্ধ রকিবুল প্রতিবেদকের ধর্ম, বর্তমান বিসিবি সভাপতি, সাবেক সভাপতিসহ ক্রিকেটে বোর্ডের বেশ কয়েকজন পরিচালককে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।
রকিবুলের বিতর্কিত এ মন্তব্যে দারুণ হতাশ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। বিষয়টি তিনি শৃঙ্খলা কমিটিকে তদন্ত করতে বলেছেন। বোর্ডের নির্ভযোগ্য সূত্র থেকে জানা গেছে, শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রকিবুল হাসান। তাকে কয়েক বছরের জন্য বিসিবির কর্মকাণ্ডের বাইরে রাখা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
যদিও রকিবুল বোর্ডের সঙ্গে আপস করার চেষ্টা করছেন। আর এ ব্যাপারে রকিবুলকে সহায়তা করছেন সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় দুই একজন নেতা। তা সত্ত্বেও বিসিবির শাস্তি থেকে রেহাই পাচ্ছেন না বলেই একটি সূত্র বলছে।
সানবিডি/ঢাকা/রাআ