ছক্কা মেরে কলকাতাকে হারালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-৩০ ১০:২৯:২৫


শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে ছক্কা মেরে চেন্নাই সুপার কিংসকে জেতান রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হল নাইটদের। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসকে হারালেও প্লে-অফে যাওয়ার জন্য অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কিং খানের দলকে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে কলকাতার ইনিংস।

জয়ের টার্গেট নিয়ে জাদেজা-কারানের ঝড় ব্যাটিংয়ে ৪ ইউকেট হারিয়ে ম্যাচ দখল নেয়। অবশেষে ১ বলে ১ রানের প্রয়োজনে জাদেজা ছক্কা মেরে বিজয় উল্লাস করেন।

 

সানবিডি/নাজমুল/১০:২৯/৩০.১০.২০২০