সাপের ছোবলে ভয় না পেয়ে যা করবেন
আপডেট: ২০১৫-১২-২১ ২০:১৬:১৯
সাপের কথাটা শুনলেই অর্ধেক মানুষের হার্ট বন্ধ হয়ে যায়। আর সেখানে ছোবল মারলে তো আতঙ্কের ছোটেই মরেই যায় মানুষ। কিন্তু সেই সময় ঠিক কি কি করা উচিত সে সম্পর্কে অনেকেই জানেন না।
তাই এবার জেনে নেওয়া যাক সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয়……
যা করা উচিত:
- অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।
- ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন। বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
- ক্ষতটিকে জল দিয়ে পরিস্কার করবেন। কিন্তু সেখানে জোড়ে জল ঢালবেন না।
- ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
অনুচিত:
- ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
- ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
- ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
- আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
- ছোবল মারার পর মদ খাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।
সকলকে জানিয়ে দিতে শেয়ার করুন।
সানবিডি/ঢাকা/রাআ