প্রথম বারের মতো বিজ্ঞাপন চিত্রে, আসাদ আদনান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-০১ ১২:০৯:০৪


দেশের সুনামধন্য ব্যাংক প্রতিষ্ঠান এইচ এস বি সি ব্যাংকের একটা ট্রান্সজেকশনাল রেফারেন্স মিসগাইড ইস্যু নিয়ে কাজ করতে এবার দেখা গেছে বিখ্যাত তরুন মডেল আসাদ আদনানকে।

এই প্রথম বিজ্ঞাপনে কাজ করা হলেও এর আগে অনেক সুযোগ পেয়েছিলেন; কিন্তু নিজেকে ভালো ভাবে উপস্থাপন করার উপযোগী ছিলো না বলে কাজ করেননি তিনি। তবে এ বিজ্ঞাপনটিতে একটু ভিন্নতা আছে সে জন্যই অনেক আগ্রহের সাথে কাজ করতে দেখা গেছে মডেল আসাদ আদনানকে।

বিজ্ঞাপন চিত্র নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় এই বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হয়েছে যেখানে তাকে ব্যাংক এর কর্মকর্তা হিসেবে দেখা যাবে। কাজটি নিয়ে আসাদ আদনান বলেন, আমরা সবাই জানি গুনী নির্মাতা হিসেবে অনম বিশ্বাস খুবই সৃজনশীল একজন সফল নির্মাতা এবং উনার কাজ আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, প্রতিটি কাজে নতুনত্ব কিছু দেখা যায় সেই জায়গা থেকে শ্রদ্ধা ও ভালোবাসায় আমার প্রিয় ব্যক্তিত্ব তিনি।

যদিও ফ্যাশন শো, স্টিল ফটোশুট দিয়ে মডেলিং শুরু তারপর নিজেকে প্রস্তুত করতে থিয়েটারে কাজ করা। একের পর এক হিট মিউজিক ভিডিও দিয়ে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই মডেল। ইতি মধ্যে অনেক কাজ প্রসংশার সাথে বিভিন্ন বিভাগে পুরস্কৃতও হয়েছেন।

আসাদ আদনান বলেন, বিজ্ঞাপন চিত্রে নিজেকে ছাড়িয়ে যাওয়ার বা সেরাটা দেয়ার জায়গা আছে এবং আমি আমার সর্বোত্তম সেরাটা দিয়েই কাজ করেছি। টিম ইয়েলো এবং নির্মাতা অনম বিশ্বাসের কাজ আমি এর আগেও অনেক দেখেছি অসাধারণ সব কাজ করে উনার সাথে কাজ করাটা আসলেই অনেক ভাগ্যের ব্যপার আর আমি সেই ভাগ্যের কিছুটা হলেও কাছাকাছি যেতে পেরেছি।

সানবিডি/নাজমুল/০৬:৫৫/৩১.১০.২০২০