নঁতেকে হারিয়ে টানা ৭ জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-০১ ১১:৫৬:৪০


এমবাপ্পে নেইমারের অভাব বুঝতে দিলেন না । এই ফরাসি ফরোয়ার্ডের নৈপুণ্যে নঁতেকে উলোটপালট করে দিলেন দিল পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নঁতেকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পেয়েছেন আন্দের হেরেইরা ও পাবলো সারাবিয়া।

এই নিয়ে টানা সাত ম্যাচে জয় পাওয়া পিএসজি ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিল এবং তিনে আছে রেন।

সানবিডি/নাজমুল/১১:৫৫/০১.১১.২০২০