শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: ২০১৫-১০-০১ ১২:৪১:৫৬
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের মাধ্যমে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস এবং ভর্তি পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
অষ্টম বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা বলছেন কাজ করবেন না, ক্লাস-পরীক্ষা নেবেন না, এটা যুক্তিযুক্ত হবে না। নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন, অনুরোধ জানাই।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়কে দায়ী করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বড় বড় লোক বড় বড় জায়গা থেকে আমাদের, এমনকি আমার নাম বলছে। তারা জানেনই না এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। এটার জন্য আমাদের দায়ী করার কোনো কারণ নেই। এ বিষয়ে সিদ্ধান্ত দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সানবিডি/ঢাকা/রাআ