নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে, কমার্শিয়াল ডিসপ্লে রুমের উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০১ ১৭:৪০:৩২


নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশনে ‘কমার্শিয়াল ডিসপ্লে রুম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং নাইজেরিয়ার শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী অতুনবা রিচার্ড আদেনিয়ী আদেবায়ো ৩০ অক্টোবর যৌথভাবে ‘কমার্শিয়াল ডিসপ্লে রুম’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেন এবং নাইজেরিয়ার মন্ত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার মো. শামীম আহসান স্বাগত বক্তব্য রাখেন। উভয় মন্ত্রী হাইকমিশনের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন যে এটি বিদেশিদের বিশেষত, নাইজেরিয়ার আমদানিকারক এবং বিনিয়োগকারীদের বাংলাদেশের রপ্তানি পণ্য এবং বিনিয়োগ পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা প্রদানে ভূমিকা রাখবে।

উভয় দেশের মন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সাম্প্রতিক প্রবণতার কথা তুলে ধরে দুদেশের স্বার্থে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্ভাবনা অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপরে জোর দেন।

 

সানবিডি/নাজমুল/০৫:৪০/০১.১১.২০২০