৭ কোম্পানির এজিএম আজ
প্রকাশ: ২০১৫-১২-২২ ১১:০৪:৩৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার লিমিটেড, এএমসিএল প্রাণ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড এবং মাইডাস ফিন্যান্সিং লিমিটেড।
ফু-ওয়াং সিরামিক
এদিন সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে ঢাকার গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে।
দেশবন্ধু পলিমার
দেশবন্ধু পলিমার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। এজিএম অনুষ্ঠিত হবে নরসিংদীর কাউয়াদিতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে।
এএমসিএল প্রাণ
এদিন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এজিএম অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্টনমেন্টের পুরাতন এয়ারপোর্টের ট্রাস্ট মিলনায়তনে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এজিএম অনুষ্ঠিত হবে ঢাকা অফিসার্স ক্লাবে।
ইউনাইটেড এয়ারওয়েজ
ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এজিএম অনুষ্ঠিত হবে উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে।
দুলামিয়া কটন
দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। ঢাকার ১১২ বীর উত্তম সি আর দত্ত রোডের হোটেল সুন্দরবনে।
মাইডাস ফিন্যান্স
মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের এজিএম সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে ধানমন্ডির মাইডাস সেন্টারে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













