সিএসএমই খাতের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সময় বাড়লো

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০২ ১৪:৩৭:৩৭


মহামারি করোনাভাইরাসে প্রভাবে সারাদেশের ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএসএমই) খাতের উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সময়সীমা আরো এক দফা বাড়ানো হলো। এ প্যাকেজ বাস্তবায়নের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। যদিও এক দফা পেছানোর পর ৩১ অক্টোবরের মধ্যেই প্যাকেজের আওতায় ২০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করার কথা ছিল। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সময়সীমা বাড়ানো হয়।

এ বিষয়ে দেশের সব কয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয় প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণে সক্ষম হলেও কিছু কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা অর্জনে ব্যর্থ হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার ফলে সিএসএমই খাতে কাঙ্ক্ষিত উৎপাদন ও সেবা প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কর্মবল বহালসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সানবিডি/এনজে/২:২৮/১১.০২.২০২০