ভাষা সৈনিক রাশেদুল হোসেন আর নেই

প্রকাশ: ২০১৫-১২-২২ ১১:১৫:৩৩


Rashedul-Hossain-230x155স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশেদুল হোসেন আর নেই। (ইন্নানিল্লাহি…… রাজিউন) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল হোসেন মারা যান।

রাশেদুল হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল তার।

বাংলাদেশ বেতারের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে রাশিদুল হোসেনের মরদেহ আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে নেওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানেই জানাজা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে তার দাফন হতে পারে।

আজ সকাল ১০টার দিকে রাশেদুলের মরদেহ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ জন শব্দসৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়। তবে, পুরস্কার তুলে দেয়ার আগেই ঘাতকের গুলিতে প্রাণ হারান বঙ্গবন্ধু। এরপর আর সেই পদকের বিষয়টি তোলেনি কোনো সরকার।

সানবিডি/ঢাকা/এসএস