বিশ্বসেরা ব্যাংকার হলেন আদিত্যপুরী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০২ ১৮:৪৩:১৬

বর্তমান সময়ে ভারতের এইচডিএফসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য পুরীকেই সেরা ব্যাংকার হিসেবে উল্লেখ করেছে ইংল্যান্ডভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।
বিগত ১৯৯৪ সালে এইচডিএফসি ব্যাংকের আনুষ্ঠানিক পথচলা শুরু। আদিত্য পুরীর নেতৃত্বে সাফল্যের একের পর এক নজির তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তিনি ২৫ বছর আগে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ লাখ ২০ হাজারের কাছাকাছি কর্মী কর্মরত রয়েছেন।
পাঞ্জাবের গুরদাসপুর জেলায় জন্ম গ্রহণ করেছিলেন আদিত্য পুরী। পরবর্তীতে তিনি চান্দিগরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তিনি সেখান থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জুলাই মাসের শেষের দিকের এক হিসাব অনুযায়ী, এইচডিএফসি ব্যাংকের বর্তমান বাজার মূল্য ছিল ৬.১৪ ট্রিলিয়ন রুপি। গত ২৬ অক্টোবর এইচডিএফসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর নেন আদিত্য পুরী।
এইচডিএফসি ব্যাংক থেকে অবসরের পর সোমবার বিনিয়োগ ফার্ম কার্লাইল গ্রুপে যোগ দিয়েছেন এই স্বনামধন্য ব্যাংকার। তিনি প্রতিষ্ঠানটির এশিয়া বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে।
সানবিডি/এনজে/৬:৪১/১১.০২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













