আফগান বাহিনীর নিয়ন্ত্রণে কুন্দুজ

প্রকাশ: ২০১৫-১০-০১ ১২:৪৪:১৮


jakia..afgan_85303তালেবান জঙ্গিদের দখলে থাকা কুন্দুজের উত্তরাঞ্চলীয় প্রধান প্রধান এলাকাগুলো পুনরায় আফগান বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, গতরাতে আফগান বাহিনী এক অভিযান শুরু করে। এতে তারা তালেবান জঙ্গিদের দখলে থাকা বহু এলাকা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যদিও তালেবানদের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

কুন্দাজের পুলিশ প্রধানের মুখপাত্র সৈয়দ সারওয়ার হুসেইনি বলেন, আফগান সেনাবাহিনী গভর্নরের কার্যালয়, পুলিশ প্রধানের কার্যালয় ও গোয়েন্দা সংস্থার ভবনও আফগান বাহিনীর নিয়ন্ত্রণে।

তিনি আরো জানান, তালেবান জঙ্গিদের মৃতদেহগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকি টুইটারে বলেন, ‘আফগান বিশেষ নিরাপত্তা বাহিনীর (এএফজি) সদস্যরা এখন কুন্দুজ নগরীর নিয়ন্ত্রণ নিয়েছে।’

সানবিডি/ঢাকা/রাআ