
জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে আরও যারা যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনও ঘটনার পেছনে কোনও না কোনও মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেকগুলো মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এএইচএম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, কারা অধিদফতরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শকসহ প্রমুখ।
সানবিডি/নাজমুল/১২:৫৮/০৩.১১.২০২০