হাসপাতালে ভর্তি মারাদোনা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৩ ১৩:১৯:২৫

হাসপাতালে ভর্তি ফুটবলের রাজপুত্র মারাদোনা। সোমবার (২ নভেম্বর) হঠাৎ অসুস্থ বোধ করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে মারাদোনাকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তিনদিন সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
সূত্রে জানা গেছে মারাদোনার শরীরে ডিহাইড্রেশান ও রক্তাল্পতার সমস্যাও রয়েছে। এছাড়া কিছু মানসিক সমস্যাও রয়েছে। তবে মারাদোনার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
সদ্যই ৬০ পেরিয়েছেন ফুটবলের রাজপুত্র। ফুটবল মানেই দিয়েগো মারাদোনা। এখনও তিনি শিশুর মতোই প্রাণোচ্ছল ও উন্মাদনায় ভরপুর একটি মানুষ।
সানবিডি/নাজমুল/০১:১৯/০৩.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












